প্রভুর দোহাই দিয়ে!

জনৈক ঐতিহাসিকের জবানিতে, “হাইপ্যাশিয়ার জীবন সম্পর্কে আমরা যতটুকুও-বা জানতে পেরেছি, সেটুকুর মধ্যে আমরা কেবল তাঁর মৃত্যু-বিষয়ক ভয়াবহ বিবরণগুলিই অনেকটা বেশি করে খুঁজে পেয়েছি।” আসলে, আমরা তাঁর জীবনকে যত-না জেনেছি, হয়তো-বা তাঁর মৃত্যুকেই তার চেয়ে অনেকটা বেশি করে জেনেছি। হয়তো-বা তাঁকে দিয়েই, চিনেছি ধর্মের নগ্ন উল্লাসমঞ্চকে। আলেকজান্দ্রিয়ার শেষতম অধ্যাপক, বিদুষী হাইপ্যাশিয়ার নির্মম-নিষ্ঠুর সেই মৃত্যুর ভিত্তিতে রচিত এক নীরব শূন্যতার উপাখ্যান। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক। (পর্ব ৪)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 31 May, 2024 | 816 | Tags : Hypatia of Alexandria Astronomy Practical Applications The Fall of Alexandria